
লিটন পাঠান, মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে ট্রাক-মোটরসাইকেলের মুখামুখি সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন-মাধবপুর উপজেলার ভবানীপুর গ্রামের মকসুদ আলীর ছেলে মাসুক মিয়া (৩৫) ও একই উপজেলার কামালপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুমন মিয়া (২৫)।
এঘটনায় আহত হন মোটরসাইকেল আরোহী মাসুক ও রুমন।
রবিবার (২৮-জুন) রাতে উপজেলায় ঢাকা-সিলেটে মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ট্রাকসহ চালককে করেছে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিকুল ইসলাম তৌফিক জানান, রাতে কুমিল্লা থেকে শুটকি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিল একটি ট্রাক। নোয়াপাড়ায় আসলে মাধবপুরগামী একটি মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়।