সিলেটের বার্তা ডেস্ক:: পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শায়খ যিয়া উদ্দিন।
একদিকে মহামারী করোনাভাইরাস অপরদিকে টানা ভারী বর্ষণের ফলে দেশজুড়ে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি।
গত কয়েকদিনের অবিরাম বৃষ্টিতে নদনদীর পানি বেড়ে যাওয়ায় অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি। এমন অবস্থায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ।
অসহায় মানুষ যখন পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছে, তখন সমাজের বিত্তবানদের বানভাসি মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্য-সহযোগিতা করা ইসলামের বিধান।
রবিবার (২৮জুন) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জমিয়তের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি শায়খ যিয়া উদ্দিন বলেন, টাকা-পয়সা, খাদ্য, বস্ত্র, পানি, ওষুধ—যার যা কিছু আছে, তা নিয়েই স্বতঃস্ফূর্তভাবে বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসার এখনই সময়।