আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:২৪

চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছোট ভাই

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৮, ২০২০, ০৮:০৭ অপরাহ্ণ
চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছোট ভাই

সিলেটের বার্তা ডেস্ক::  সাবেক অর্থমন্ত্রী প্রয়াত সাইফুর রহমানের ছোট ভাই বিশিষ্ট ব্যবসায়ী মো. ফয়জুর রহমান ফখর ইন্তেকাল করেছেন।

আজ ২৮ জুন, রবিবার সকাল ৬টায় রাজধানীর নিজ বাসায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে ফয়জুর রহমান ফখরের গ্রামের বাড়ি।

তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

ফয়জুর রহমান ফখর এশিয়ান সার্ভেয়ার্স লি. -এর প্রতিষ্ঠাত চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন ক্যাপিটাল লি., পূবালী ব্যাংক লি. এর পরিচালক ছিলেন। এছাড়া ন্যাশনাল টি কোম্পানি লি. এর সাবেক পরিচালক ছিলেন তিনি।

শোক :: ফয়জুর রহমান ফখরের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন ঢাকার সভাপতি ড. এ কে আব্দুল মুবিন ও সাধারন সম্পাদক এ্যাডভোকেট জসিম উদ্দিন আহমেদ, জালালাবাদ ভবন ট্রাস্টের চেয়ারম্যান আব্দুল হামিদ চৌধুরী ও সেক্রেটারি আব্দুল কাইয়ুম চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের শান্তিও কামনা করেছেন।

এদিকে, সাইফুর রহমানের ভাইয়ের মৃত্যুতের শোক প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীও।

আরও পড়ুন:  জন্মের পরই নাগরিক পাবে এনআইডি

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১