সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবির) করোনা পরীক্ষাগারে নতুন করে আরও ৪১ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে।
আক্রান্তরা সিলেট ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বিষয়টি আজ ২৭ জুন, শনিবার রাত পৌনে ৯টায় শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক নিশ্চিত করেছেন।
আজ শনিবার জিইবি বিভাগের ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা হয়।
শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ১৪৫টি নমুনা গ্রহণ করা হয়। এর মধ্যে ৩০টি ছিল সিলেট জেলার। বাকিগুলো সুনামগঞ্জের। এগুলোর সাথে আগে থেকে ল্যাবে থাকা নমুনা মিলিয়ে ১৮৮টি পরীক্ষা করা হয়।
তিনি জানান, পরীক্ষায় সুনামগঞ্জের ৩২ জন আর সিলেটের ৯ জন করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন।
নতুন ৪১ জনসহ সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪০৯৯ জন।
এর মধ্যে সিলেট জেলার ২১৮৯ জন, সুনামগঞ্জে ৯৫৯ জন, মৌলভীবাজারে ৪১৪ ও হবিগঞ্জে ৫৩৭ জন রয়েছেন।