
সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেটের জকিগঞ্জে কুরআনিক ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে।
আজ ২৭ জুন, শনিবার সকাল ১১টায় জকিগঞ্জের ঐতিহ্যবাহী সাজিদ রাজার বাড়ীতে কুরআনিক ফাউন্ডেশন এর নতুন কমিটির এ অভিষেক অনুষ্টিত হয়।
স্থায়ী কমিটির চেয়ারম্যান প্রভাষক মাওলানা শিহাবুদ্দীনের সভাপতিত্বে অভিষেক অনুষ্ঠানে শপথ নেন ফাউন্ডেশনের সভাপতি হাফিজ ফুযায়েল আহমদ, সভাপতি মন্ডলির সদস্য মাওলানা শফিউল আলম, জাহেদ আহমদ, মাওলানা খালেদ আহমদ, মাওলানা হাসান মেহদী, মাওলানা মনজুর আহমদ, জুনেদ তাপাদার, সাধারণ সম্পাদক মাওলানা সাদিকুর রহমান, যুগ্ম সম্পাদক হাফিজ ফাহিদুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, ইমদাদুল হক শাহীন, আলিমুদ্দীন আলেক, সাংগঠনিক সম্পাদক গুলজার হোসেন, অর্থ সম্পাদক বদরুজ্জামান, প্রচার সম্পাদক সাদিক সিদ্দীকি, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক হোসাইন আহমদ, সমাজসেবা সম্পাদক মিসবাহুর রহমান, স্বেচ্ছাসেবক সম্পাদক আখলাকুল আম্বিয়া নাসির, দফতর সম্পাদক আব্দুল মালিক, হাফিজ ইমরান বারঠাকুরী, হাফিজ বিলাল সুলতানপুরী, আব্দুল্লাহ মাহমুদ মানিকপুরী প্রমুখ।
শিঘ্রই জকিগঞ্জবাসির জন্য নতুন চমকসহ গুররুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়।