আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ২:৪৬

সিলেটে বৃহস্পতিবার শনাক্ত ৮১

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৬, ২০২০, ০১:০১ পূর্বাহ্ণ
সিলেটে বৃহস্পতিবার শনাক্ত  ৮১

নিজস্ব প্রতিবেদক:: সিলেটে কোভিড-১৯ করোনায় আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে। গত একদিনে (বৃহস্পতিবার-২৫জুন) ৮১ জনের শরীরে করোনাভাইরাস এর উপস্থিতি ধরা পড়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৩ জনে দাঁড়ালো।

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানান, আজ ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ৮১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। শনাক্তরা সিলেট জেলার বাসিন্দা।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯১১ জন। এর মধ্যে হবিগঞ্জ জেলায় ৫২২ জন, সুনামগঞ্জে ৮৯৫ জন ও মৌলভীবাজারে ৩৮৬ জন রয়েছেন।

এ পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৯৩৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩০২ জন, সুনামগঞ্জে ৩০২ জন, হবিগঞ্জে ১৮৮ জন ও মৌলভীবাজারে ১৪৬ জন। এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৫ জন, হবিগঞ্জে ৫ জন ও মৌলভীবাজারে ৪ জন।

আরও পড়ুন:  স্থগিত করা হলো মহানগর আ. লীগের প্রথম সভা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১