আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ৩:০৭

মৌলভীবাজারে ৩০টি ভারতীয় মহিষ রেখে পালাল চোরাকারবারিরা

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৫, ২০২০, ০৬:৪৩ অপরাহ্ণ
মৌলভীবাজারে ৩০টি ভারতীয় মহিষ রেখে পালাল চোরাকারবারিরা

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে ৩০টি ভারতীয় মহিষ রেখে চোরাকারবারিদের পালিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে গঙ্গারজল এলাকায় বাংলাদেশ ভূখন্ডের ৭ কিলোমিটার অভ্যন্তর থেকে এই মহিষের চালানটি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার বিজিবি-৫২।

৫২ বিজিবি’র অধিনায়ক লে.কর্ণেল গাজী শহিদুল্লাহ্ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, আজ বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জুড়ী কোম্পানী কমান্ডার মেইন পিলার ১৩৮২/৪-এস এর নিকট দিয়ে একটি বড় ধরনের চোরাচালানী হওয়ার সম্ভবনা রয়েছে।

এ তথ্যের ভিত্তিতে চোরাচালান ধরার লক্ষ্যে জুড়ী কোম্পানী’র টহল কমান্ডার জেসিও-৭১০০ সুবেদার মো. ইমাম হোসেনের নেতৃত্বে জুড়ী বিওপি’র টহল দলসহ পাশ্বর্বতী বিওসিটিলা, লাতু এবং বোবারথল বিওপি’র সমন্বয়ে সর্বমোট ২৪ জন বিজিবি সদস্যের একটি টহলদল গঙ্গার জল এলাকায় কৌশলগত অবস্থান গ্রহণ করেন। সকাল সাড়ে ৮ টায় মেইন পিলার পিলার ১৩৮২/৪-এস হতে ৭ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে কিছু সংখ্যক ব্যক্তি মহিষের পাল নিয়ে চোরাচালানের উদ্দেশ্যে আসতে থাকে।

এ সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মহিষের পাল রেখে ঝোপঝাড়ের মধ্য দিয়ে চোরাচালানিরা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ৩০টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা।

আটককৃত মহিষ জুড়ী কাষ্টম অফিসে জমা করার কার্যক্রম চলমান রয়েছে।

আরও পড়ুন:  মৌলভীবাজারে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১