আজ শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে জিলহজ, ১৪৪৬ হিজরি, রাত ৮:৩৩

শায়খে গলমুকাপনীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৫, ২০২০, ০৬:২৪ অপরাহ্ণ
শায়খে গলমুকাপনীর ইন্তেকালে সিলেট মহানগর জমিয়তের শোক

সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেটের ওসমানীনগর উপজেলার দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসার মুহতামিম জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি শায়খুল হাদীস আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক হাফেয মাওলানা ফখরুয যামান বলেন, শায়খুল হাদীস আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনীর ইন্তেকালে জাতি দ্বীনের একনিষ্ঠ এক খাদেমকে হারালো। তার চলে যাওয়াতে আমরা শোকাহত। তাঁর শুন্যতা অপূরণীয়। আমরা কে কখন চলে যাই, জানা নেই। আখেরাতের সামান অর্জন করার তাওফীক আল্লাহ আমাদেরকে দান করুন।

প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের সময় তিনি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০