আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:২৯

ওসমানীনগরে শায়খে গলমুকাপনীর জানাযায় মুসল্লির ঢল

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৫, ২০২০, ০৬:০৮ অপরাহ্ণ
ওসমানীনগরে শায়খে গলমুকাপনীর জানাযায় মুসল্লির ঢল

সিলেটের ওসমানীনগর উপজেলার দারুস সুন্নাহ গলমুকাপন টাইটেল মাদ্রাসার মুহতামিম জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ সভাপতি ও সিলেট জেলা জমিয়তের সিনিয়র সহ সভাপতি, প্রখ্যাত আলেম, শায়খুল হাদীস, মাওলানা আব্দুশ শহীদ শায়খে গলমুকাপনীর নামাজের জানাযা সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় দিকে উপজেলার গলমুকাপন দারুস সুন্নাহ টাইটেল মাদ্রাসার মাঠে হাজার হাজার মানুষের উপস্থিতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

সরেজমিনে দেখা যায়, জানাযায় অংশ গ্রহন করার জন্য সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মানুষ ওসমানীনগরের গলমুকাপন এলাকায় জড়ো হতে থাকেন। যোহরের নামাজের পর গলমুকাপন মাদ্রাসার মাঠটি লোকে লোকারণ্য হয়ে জনসমুদ্রে পরিণত হয়।

হযরতের বড় ছেলে সিলটে নগরীর নয়াসড়ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ হোসাইন নামাযে জানাযায় ইমামতি করেন।

পরে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

জানা যায়, বুধবার দিবাগত রাত ২টা ৩০মিনিটের সময় তিনি সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন।

আরও পড়ুন:  আওয়ামী লীগ পিছিয়ে পড়া জনগোষ্ঠির মুখে হাসি ফুটাতেই কাজ করছে: এম এ মান্নান

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১