এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধি:: সিলেটের বালাগঞ্জে প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।
উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের নশিওর পুর গ্রামের আরজু মিয়ার পুত্র কনু মিয়া (৩৮) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন।
গ্রামবাসি সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই গ্রামের আব্দুল কাদির (মহাজনের) ছেলে ওয়াহিদ আলী ও তার পক্ষের লোকজন বুধবার বিকেলে গ্রামের এক স্থানে পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে কনু মিয়ার উপর এলোপাতাড়ি হামলা করে এতে কুনু মিয়ার মাথা ও শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর জখম হয় কুনু মিয়ার আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান
বৃহস্পতিবার ভোর রাতে তিনি মারাযান।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, বালাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে জড়িত কাউকে আটক করতে পারেনি।
নিহতের পরিবার সূত্রে জানা যায় ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।রাতে দাফন শেষে খুনিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।