
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের বরেণ্যে আলেমে দ্বীন জমিয়ত নেতা আল্লামা আব্দুস শহীদ শায়খে গলমুকাপনীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শায়খ যিয়া উদ্দিন।
বৃহস্পতিবার (২৫জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় শায়খ যিয়া উদ্দিন বলেন- শায়খে গলমুকাপনী শুধু একজন মুহতামিম ও শায়খুল হাদীস ছিলেন না বরং বাংলাদেশের প্রাচীনতম ইসলামী সংগঠন জমিয়তের একজন অন্যতম মুরব্বী ছিলেন। জমিয়তের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণসহ এ জমিয়তের সাংগঠনিক কার্যক্রমে অত্যন্ত সক্রিয়ভূমিকা পালন করতেন। তার ইন্তেকালে জাতি একজন দ্বীনের একনিষ্ঠ খাদেমকে হারালো। তার চলে যাওয়াতে জমিয়ত পরিবারসহ গোটা দেশবাসী শোকাহত। তার শুণ্যতা অপূরণীয়।
শোক বার্তায় শায়খ যিয়া উদ্দিন শোক সন্তপ্ত পরিবার, সহকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত হযরতের সকল ছাত্র-শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মারহুমের মাগফেরাত কামনা করে দরজা বুন্দির জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।