সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

করোনার দ্বিতীয় ধাক্কার জন্য যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে সতর্ক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২০, ১১:৪৩ অপরাহ্ণ
করোনার দ্বিতীয় ধাক্কার জন্য যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে সতর্ক

আন্তর্জাতিক বার্তা:: মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কার জন্য যুক্তরাজ্যকে প্রস্তুত থাকতে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই সতর্ক করায় ইতোমধ্যে ভাইরাসের ২য় ধাক্কার মুখোমুখী করতে কতোটা প্রস্তুত যুক্তরাজ্য।

যুক্তরাজ্য কি করোনাভাইরাসের দ্বিতীয় ধাক্কার জন্য তৈরি?

আরো মৃত্যু ঠেকাতে ব্রিটিশ মেডিকেল জার্নালে একটি খোলা চিঠি দিয়েছেন চিকিৎসক ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই চিঠি মূলত ব্রিটিশ মন্ত্রীদের উদ্দেশ্যে।

বরিস জনসন ইংল্যান্ডে লকডাউন শিথিল করার পরপরই এই চিঠি প্রকাশ হয়।

ইংল্যান্ডে চৌঠা জুলাই থেকে হোটেল-রেস্তোরা, পানশালা, সিনেমা হল, চুলকাটার দোকান খোলা যাবে।

প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, ঐ দিন থেকে সামাজিক দূরত্ব দুই মিটার থেকে কমিয়ে ‘এক মিটার-প্লাস‘করা হবে।

চৌঠা জুলাই থেকে একটি পরিবার অন্য একটি পরিবারে বেড়াতে যেতে পারবে, এবং রাত্রি যাপন করতে পারবে।

বিয়ের অনুষ্ঠান করা যাবে, তবে ৩০ জনের বেশি অতিথির সমাবেশ করা যাবেনা। মন্দির, মসজিদ, গির্জায় গিয়ে প্রার্থনা করা যাবে।

তবে স্কটল্যান্ড এবং ওয়েলসের প্রাদেশিক সরকার জানিয়ে দিয়েছে তারা দুই-মিটার দূরত্বের নিয়ম শিথিল করবে না।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১