সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রেডজোন সিলেটে ২৪ ঘন্টায় ৭৮জন আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২০, ১১:২৬ অপরাহ্ণ
রেডজোন সিলেটে ২৪ ঘন্টায় ৭৮জন আক্রান্ত

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে ক্রমশ: বেড়েই চলেছে মহামারাী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। আজ বুধবার (২৪ জুন) ৭৮ জনের শরীরে মরণব্যধি এই ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে।

এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ২২ জনে।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলার ৬৬ জন রয়েছেন। এছাড়া গোলাপগঞ্জ, দক্ষিণ সুরমা, এবং বিয়ানীবাজারের একজন করে রয়েছেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯ জন রয়েছেন এই তালিকায়। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, প্রকৌশলী ও র‌্যাব সদস্যও আছেন।

নতুন শনাক্ত হওয়াদের নিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ৭৭৪ জনের। এরমধ্যে সুনামগঞ্জের ৮৯৬ জন, হবিগঞ্জের ৪৯২ জন ও মৌলভীবাজারের ৩৬৪ জন রয়েছেন।

আজ সকাল পর্যন্ত সিলেট জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৬ জনের। সিলেট বিভাগে মৃত্যু হয়েছে ৬০ জনের। এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২৭১ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৮১৪ জন। সিলেট জেলায় ৯১ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন।

প্রসঙ্গত, সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয় গত ৫ এপ্রিল। প্রথম মৃত্যু হয় ১৫ এপ্রিল।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১