সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

করোনা রোগীদের জন্য সুখবর: সিলেটে প্লাজমা ব্যাংক হবে করোনাজয়ী পুলিশের রক্তে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২৪, ২০২০, ১১:০১ অপরাহ্ণ
করোনা রোগীদের জন্য সুখবর: সিলেটে প্লাজমা ব্যাংক হবে করোনাজয়ী পুলিশের রক্তে

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের করোনা রোগীদের জন্য সু-খবর দিলেন পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন। করোনাজয়ী পুলিশ সদস্যদের রক্ত দিয়ে প্লাজমা ব্যাংক করার ঘোষণা দিয়েছেন।

আজ ২৪ জুন, বুধবার বিকেলে সিলেট পুলিশ লাইনে করোনাজয়ী ৫৮ পুলিশ সদস্যের ফুল দিয়ে বরণ করার মধ্যদিয়ে এ ঘোষণা দেন।

পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, আগামীতে যেসব পুলিশ সদস্য করোনা আক্রান্ত হবেন, তাদেরকে করোনাজয়ীরা প্লাজমা দেবেন। প্রয়োজনে সাধারণ মানুষকেও প্লাজমা দিয়ে সুস্থ হতে সহায়তা করবেন করোনাজয়ী পুলিশ সদস্যরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন পিপিএম করোনা জয় করে কর্মক্ষেত্রে ফেরায় শুভকামনা জানান সুস্থ হওয়া পুলিশ সদস্যদের। তিনি বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে পুলিশ সদস্যরা আক্রান্ত হচ্ছেন। সামনে হয়তো আরো কঠিন সময় আসবে। কিন্তু পুলিশ সদস্যদের ভয় পেলে চলবে না। দেশের ক্রান্তিলগ্নে আরো দৃঢ় মনোবল নিয়ে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে করোনাজয়ী পুলিশ সদস্যরা করোনাকালীন তাদের অনুভূতি ব্যক্ত করেন। এই দু:সময়ে পুলিশ সুপারের নেয়া বিভিন্ন আন্তরিক উদ্যোগের প্রশংসা করেন তারা। পরে সিলেট জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মকর্তাদের কাছে সুরক্ষা সামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনার মধ্যে দায়িত্ব পালন করতে গিয়ে সিলেট জেলা পুলিশের আওতাধীন বিভিন্ন থানার ৯৫ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হন। এর মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে ওঠেছেন। বাকিরাও সুস্থ হওয়ার পথে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০