সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীতে মরণব্যধি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন তখলিছ মিয়া (৬৫) নামের এক যুক্তরাজ্য প্রবাসী।
তিনি বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাউসি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার (২৩ জুন) ভোররাত ৪টার দিকে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তখলিছ মিয়া।
তিনি ১৭ জুন হাসপাতালে ভর্তি হন। ২১ জুন তার নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।
বিশ্বনাথ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। স্বাস্থ্যবিধি মেনে জানাজার পর তার দাফন সম্পন্ন হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
তখলিছ মিয়া যুক্তরাজ্যে স্থায়ীভাবে বাস করতেন। করোনা প্রাদুর্ভাবের কিছু দিন আগে তিনি বাংলাদেশে আসেন।