নিজস্ব প্রতিবেদক:: সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে জমির প্রাচীর নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ ১১জনকে আটক করেছে।
নিহত চেরাগ আলী (৫৮) পূর্ব নেগাল গ্রামের আরিফ উল্লাহ’র ছেলে।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে মোগলাবাজার ইউনিয়নের পূর্ব নেগাল গ্রামের ছয়দুর রহমান ও মানিক মিয়া পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, নেগাল গ্রামের ছয়দুর রহমান ও মানিক মিয়ার মধ্যে জমির সীমানা (আইল) নিয়ে বিরোধ চলে আসছিলো। এদিন স্থানীয় ইউপি সদস্য জমির বিরোধ মিটিয়ে দিতে সালিশ ডাকেন। কিন্তু সালিশে উভয়পক্ষ একমত না হতে পেরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এতে ছয়দুর রহমান পক্ষের হামলায় মানিক মিয়া পক্ষের চেরাগ আলী মারা যান। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।
খবর পেয়ে মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, জমির সীমানা প্রাচীর নিয়ে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পুলিশ ৬ রাউন্ড গুলি ছুড়েছে। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।