সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের জকিগঞ্জে চার নারীসহ নতুন আরও ১৩ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) জকিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজন কুমার সিংহ বিষয়টি নিশ্চিক করেছেন।
জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১১ জুন ও ১৭ জুনে সংগ্রহ করা নমুনা ল্যাবে পাঠানোর পর ১৩ জনের শরীরে করোনা পজেটিভ ধরা পড়ে। সোমবার রাতে ল্যাব থেকে নতুন সনাক্তদের তালিকা জকিগঞ্জে এসেছে।
নতুন শনাক্তরা হলেন, রতনগঞ্জ এলাকার মো. আব্দুল মালিক (৫৩), কাজলসার ইউনিয়ন এলাকার তানভীর আহমদ (২৬), আনন্দপুর গ্রামের জাহানারা আক্তার (২৮), মানিকপুর ইউনিয়নের মৌলভীরচক গ্রামের আব্দুল বাছিত (২৬), নূরনগর গ্রামের ময়মুন নেছা (৭৩), আটগ্রাম এলাকার জেসমিন বেগম (৩১), অস্তার হোসাইন চৌধুরী (৪২), জকিগঞ্জের দুলাল আহমদ (৩৮), মো. শাকিউল আলম (৩৩), সঞ্জিত কান্তি দেব (৩৪), আনোয়ার হুসাইন (৩১), মো. আলী আশরাফ (৪৪) ও সুলতানপুর ইউনিয়নের গঙ্গাজল এলাকার নিসা বেগম (৮৫)।