আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:৫১

হোয়াইট হাউজের অর্থ উপদেষ্টার ‘পদত্যাগ’

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২০, ০৯:৩৩ অপরাহ্ণ
হোয়াইট হাউজের অর্থ উপদেষ্টার ‘পদত্যাগ’

আন্তর্জাতিক বার্তা:: হোয়াইট হাউজের (ট্রাম্প প্রশাসনের) অর্থ উপদেষ্টা কেভিন হ্যাসেট পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে কী কারণে তিনি পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন তা জানা যায় নি। সোমবার (২২ জুন) এ খবর জানিয়েছে দ্য হিল।

এদিকে, এই গ্রীষ্মের পরই তিনি অর্থ উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে দ্য এক্সিওস।

এর কয়েকদিন আগে, মার্কিন অর্থনৈতিক কাউন্সিলের আরেক সদস্য অ্যান্ড্রিউ অলমেম পদত্যাগ করেছিলেন।

তবে, কেভিন হ্যাসেটের পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে হোয়াইট হাউজের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি দ্য হিল।

প্রসঙ্গত, কেভিন হ্যাসেট একজন মার্কিন রক্ষণশীল অর্থনীতিবিদ। তিনি এর আগে, আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটে কাজ করতেন। পরে করোনাভাইরাস সংক্রমণের মুখে তিনি হোয়াইট হাউজের ইকোনমিক কাউন্সেলে যোগ দেন। তিনিই প্রথম হোয়াইট হাউজের অভ্যন্তরে মাস্ক ব্যবহার এবং মার্কিন অর্থনীতিতে করোনার বিরূপ প্রভাবের ব্যাপারে বলেছিলেন।

এছাড়াও, তিনি করোনাভাইরাস মোকাবিলায় দ্বিতীয়দফা প্রণোদনা প্রদানের লক্ষে প্রেসিডেন্টের কাছে সুপারিশ করেছিলেন। যদিও তার ওই সুপারিশ সিদ্ধান্ত আকারে বাস্তবায়িত হয়নি।

অন্যদিকে, অঙ্গরাজ্যগুলোকে দীর্ঘদিন লকডাউনে রাখলে মার্কিন অর্থনীতি মুখ থুবড়ে পড়বে বলেও তিনি হুঁশিয়ার করেছিলেন।

এ ব্যাপারে এ বছরের মার্চে সিএনএন’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, আপনি চাইলেই বিশ্ব অর্থনীতি ছয় মাস বন্ধ করে রাখতে পারবেন না, পৃথিবীর কোথাও এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা সম্ভব নয়।

আরও পড়ুন:  করোনায় স্পেনে ২৪ ঘণ্টায় ৬১৯জনের মৃত্যু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০