সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুরমা গেইট থেকে ভারতীয় মোবাইলের চালান আটক

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২০, ০৮:১৪ অপরাহ্ণ
সুরমা গেইট থেকে ভারতীয় মোবাইলের চালান আটক

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট শহরতলীর শাহপরাণস্থ সুরমা গেইট বাইপাস থেকে ভারতীয় মোবাইল সেটের চোরাচালান আটক করেছে পুলিশ।

এসময় জব্দ করা হয় চোরাচালানে ব্যবহৃত কালো রঙয়ের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১২-১৪৬০)। আটক করা হয় কারটির চালক দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জালালপুরের টাকিরমোরা উত্তর এলাকার আজম আলীর ছেলে মো জাকির হোসেনকে (২২)।

সোমবার (২২জুন) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস) মো. জেদান আল মুসা।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- অভিযানকালে শুল্ক কর ফাঁকি দিয়ে ভারত থেকে আসা মোবাইল ফোনগুলো বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেননি চোরাচালানে ব্যবহৃত প্রাইভেটকারের চালক মো. জাকির হোসেন।

প্রাইভেটকারের পিছনের ভ্যানে একটি কার্টুনের ভেতর থাকা উদ্ধার হওয়া চোরাচালানে ২৫টি মোবাইল ফোন সেট ছিল। যার বাজার মূল্য সোয়া ছয় লাখ টাকা।

এ ব্যাপারে এসআই মো. গিয়াস উদ্দিন বাদি হয়ে ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(১) (বি) ধারায় শাহপরাণ (রহ:) থানায় মামলা (০৬(০৬)২০২০) দায়ের করেন। আসামীকে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে কারাগারে প্রেরণ করা হয়েছে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১