
সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর শাহজালাল উপশহর থেকে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে আটক করেছে মহানগর পুলিশ।
গ্রেফতারকৃত ডাকাত মো. শাকিবুল মিয়া ওরফে শাকিল সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার শ্রীহাইল (চিরশাইল) গ্রামের মৃত আবদুস ছাত্তারের ছেলে।
রোববার (২১ জুন) দুপুর ২টায় সিলেট নগরীর শাহজালাল উপশহর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানা ডাকাতি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করলে নিজের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।
পুলিশ জানায়, মো. শাকিবুল মিয়া ওরফে শাকিল আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে হবিগঞ্জের বানিয়াচং, মৌলভীবাজারের বড়লেখা ও সুনামগঞ্জের শাল্লা থানায় মোট ৩টি মামলা আদালতে বিচারাধীন।