আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৫২

একদিনে ভারতে রেকর্ড সংখ্যক ৪৪৫ মৃত্যু, সোয়া ৪ লাখ সনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২০, ০২:০৬ অপরাহ্ণ
একদিনে ভারতে রেকর্ড সংখ্যক ৪৪৫ মৃত্যু, সোয়া ৪ লাখ সনাক্ত

আন্তর্জাতিক বার্তা:: ভারতে হু হু করে বাড়ছে মহামারী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। মৃত্যুও বাড়ছে পাল্লা দিয়ে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় রেকর্ড সংখ্যক ৪৪৫ জনের মৃত্যু হয়েছে। একদিনের ব্যবধানে এটিই এখন পর্যন্ত ভারতে সর্বোচ্চ মৃত্যু।

এদিকে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ১৪ হাজার ৮২১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্য দিয়ে ভারতে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪ লাখ ২৫ হাজার ২৮২ জনে।

সোমবার (২২ জুন) কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাদ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এসব তথ্য জানায়।

খবরে বলা হয়, সরকারি হিসেবে শনাক্ত সোয়া ৪ লাখের মধ্য থেকে ভারতে এখন পর্যন্ত করোনায় ১৩ হাজার ৬৯৯ জনের মৃত্যু হয়েছে। সেরে উঠেছেন ২ লাখ ৩৭ হাজার ১৯৬ জন। বিপরীতে এখনও অসুস্থ আছেন ১ লাখ ৭৪ হাজার ৩৮৭ জন।

এদিকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়া ক্রমে ক্রমে করোনা নতুন হটস্পট হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আন্তর্জাতিক মহল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দেশগুলোতে কঠোর বিধিনিষেধ নিশ্চিতের আহ্বান জানিয়েছে তারা।

আরও পড়ুন:  সিলেটে প্রথম করোনা রোগী সনাক্ত, লকডাউন বাসা

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১