
নিজস্ব প্রতিবেদক:: সিলেটে পাল্লা দিয়ে বাড়ছে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। রবিবার (২১জুন) একদিনে সিলেট জেলায় ৭২ জনের করোনা ভাইরাস এর উপস্তিতি ধরা পড়েছে।
রবিবার ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা সনাক্ত হয়।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় রোববার (২১ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করে জানান, হাসপাতাল ল্যাবে এদিন ২৯০ টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে মোট ৭২ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের সবাই সিলেট মহানগর ও জেলার বাসিন্দা।
এনিয়ে এ নিয়ে সিলেট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৮৫৫ জনে।