নিজস্ব সংবাদদাতা:: প্রাণঘাতী করোনাভাইরাস সচেতনতায় হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ।
বিশ্বব্যাপী এই মহামারীর কোন কার্যকর ঔষধ আবিষ্কৃত না হওয়ায় একমাত্র সচেতনতা অবলম্বন ছাড়া কোন বিকল্প নাই।
এমতাবস্থায় সমাজসেবা অধিদপ্তর সেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থার অধিনে নিবন্ধিত সংগঠন ফুলতৈলছগাম শিক্ষা উন্নয়ন পরিষদ (রেজি সিল নং ১৩৩১/১৯) জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও সুরক্ষার লক্ষে এলাকার প্রায় ৩০০ জনসাধারণের মধ্যে মাস্ক, হ্যান্ড গ্লাপস ও স্যানিটাইজার বিতরন করা হয়।
উক্ত ক্যাম্পেইন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি শীতেশ দাসের সভাপতিত্বে ও সাধারনসম্পাদক মতিউর রহমান দুলাল এর পরিচালনায় প্রধান অতিথি সংগঠনের প্রধান উপদেষ্টা প্রদ্যুত চক্রবর্তী পিন্টু উপস্থিতে ক্যাম্পেইনের কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেল ওয়ার্ড সদস্য মর্তুজ আলী, সংগঠনের উপদেষ্টা সিরাজ উদ্দিন, খলিলুর রহমান,অলিম উদ্দিন,শাহনুর আহমদ, হাফিজ উল্লাহ সহ সংগঠনের কার্যকরী পরিষদের হোসাইন আহমদ, আশরাফুল ইসলাম, নিবাস, বুরহান, মুকিত, জহির, ইকবাল, কয়েছ,জাবেদ, জাবেল, অর্জুন, শাহেদসহ সংগঠনের সকল সদস্যসহ আজকের সুরক্ষা সামগ্রী গ্রহিতারা।
কেম্পেইনে উপস্থিত সকলকে হ্যান্ড স্যানিটাইজারের ব্যাবহার নিশ্চিত করন ও করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দুরত্ব বজায় রেখে সর্বোচ্চ সচেতন থাকার অনুরুধ করা হয়।