
মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জে মন্দিরের তালা ভেঙে মূর্তি, গহনাসহ মূল্যবান অনেক জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
জেলার মাধবপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের নোয়াগাঁও এলাকায় শ্রী শ্রী গিরি ধারী মন্দিরে শনিবার রাতে কোন এক সময় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মত শনিবার রাতেও পুরোহিত মন্দিরে পুজো দেওয়ার পর তালা লাগিয়ে চলে যান।
রবিবার (২১-জুন) সকালে ফের তিনি, মন্দিরে পুজো দেওয়ার জন্য এসে তালা খোলার পর চুরির বিষয়টি বুঝতে পারেন। মন্দিরের তালা খোলার পর দেখা যায় সমস্ত জিনিস ওলট পালট হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।মন্দিরের মূল ফটকের পাশে ছোট একটি দরজা আছে সেই দরজার তালা ভেঙে চোরেরা,
মন্দিরে প্রবেশ করে ২২কেজি ওজনের পিতলের মূর্তি, রূপার মুকুট, থালা-বাসন প্রণামী বাক্সে থাকা নগদ টাকাসহ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরেরা।
খবর পেয়ে রবিবার সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন, ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ, এসআই-এনামুলসহ একদল পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেন।
মাধবপুর থানার পরিদর্শক (ওসি) তদন্ত গোলাম দস্তগীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান সিনিয়র, সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দীন স্যার সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পুলিশের কয়েকটি টিম কাজ করছে।