আজ শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি, রাত ২:৩৯

করোনায় আক্রান্ত সার্জেন্ট শাওন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২১, ২০২০, ০৮:১৩ অপরাহ্ণ
করোনায় আক্রান্ত সার্জেন্ট শাওন

আবু বক্কর শাওন।

এবার প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট আবু বক্কর শাওন।

মরণব্যধি করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতির সময় সেবা প্রদানের জন্য এসএমপির কমিশনারের গঠিত ‘কুইক রেসপন্স টিম’-এর সঙ্গে কাজ করছিলেন তিনি।করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি রোববার গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি নিজেই।

তিনি জানান, জ্বরসহ করোনার কিছু লক্ষণ দেখা দেওয়ায় গত ৮ জুন তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। গত ১৯ জুন নমুনা পরীক্ষা হয়। আজ পাওয়া ফলাফলে দেখা গেছে তার করোনা পজেটিভ।

তিনি বলেন, ‘শুরুতে কিছু উপসর্গ থাকলেও এখন আমি পুরোপুরি সুস্থবোধ করছি। এখন আমার কোনো উপসর্গ নেই।’

আরও পড়ুন:  আব্দুর রহমান জামিল এর মায়ের মৃত্যুতে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের শোক

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১