সিলেটের বার্তা ডেস্ক:: সূর্যগ্রহণ শেষ হওয়ার পার মৃদু ভূ-কম্পে কেঁপে উঠল সিলেট। আজ ২১ জুন, রবিবার বিকেল ৪টা ৪৬ মিনিটে এ ভূ-কম্পন অনুভূত হয়। এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভূমিকম্প নির্ণয় কেন্দ্রের ভূতত্ববিদ ময়নুল ইসলাম বলেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। ভারত-মায়নামার অঞ্চলে ভূমিকম্পের উৎপত্তি বলে জানান তিনি।
তিনি বলেন, ভূতাত্বিক হিসাবে ১৬ টা ৪৬ মিনিট ২৫৬ সেকেন্টে ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে এর দূরত্ব ২৮০ কিলোমিটার পূর্বে। এর দৈর্ঘ্য ছিল ৯৩ দশমিক ১২ এবং গভীরতা ৪০ কিলোমিটার।
এদিকে, সিলেট ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল হওয়াতে এই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।