মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে ৫ দোকানিকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ২১ জুন, রবিবার মাধবপুর পৌরবাজারসহ বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার।
এ বিষয়ে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তার সিলেটের বার্তা২৪কে বলেন করোনা সংক্রমণ এড়াতে মাধবপুর উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে যদি কোনো ব্যবসায়ী দোকান খোলা রাখেন তাহলে এখন থেকে দোকান সিলগালা করা হবে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।