আজ সোমবার, ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে রজব, ১৪৪৬ হিজরি, ভোর ৫:৩৮

আল্লাহ যেন এ ভাইরাস থেকে মুক্তি দেন: প্রধানমন্ত্রী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২১, ২০২০, ০১:০৩ অপরাহ্ণ
আল্লাহ যেন এ ভাইরাস থেকে মুক্তি দেন: প্রধানমন্ত্রী

ফাইল ছবি

সিলেটের বার্তা ডেস্ক:: আসুন সবাই মিলে দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেনো এ ভাইরাস থেকে আমাদের মুক্তি দেন। দেশবাসীকে দোয়ার মাধ্যমে এই মহামারী থেকে মুক্তির জন্য দোয়া করার আহবান জানিয়েচেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ জুন) গণভবনে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রী ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকতা বজায় রেখে যতটুক সম্ভব উন্নয়নের গতিটা ধরে রাখার। সে কারণেই এ শত সমস্যার মাঝেও ব্যবস্থা করেছি।

তিনি বলেন, করোনার কারণে ইতোমধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীর কাছে এটুকু বলব, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন এ করোনাভাইরাস থেকে মুক্তি দেন। এটা শুধু বাংলাদেশ বলে না, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই।

আরও পড়ুন:  ইতালি বিনিয়োগ-বাণিজ্য বাড়াবে বাংলাদেশে

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১