সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আল্লাহ যেন এ ভাইরাস থেকে মুক্তি দেন: প্রধানমন্ত্রী

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২১, ২০২০, ০১:০৩ অপরাহ্ণ
আল্লাহ যেন এ ভাইরাস থেকে মুক্তি দেন: প্রধানমন্ত্রী

ফাইল ছবি


সিলেটের বার্তা ডেস্ক:: আসুন সবাই মিলে দোয়া করি মহান আল্লাহ তায়ালা যেনো এ ভাইরাস থেকে আমাদের মুক্তি দেন। দেশবাসীকে দোয়ার মাধ্যমে এই মহামারী থেকে মুক্তির জন্য দোয়া করার আহবান জানিয়েচেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২১ জুন) গণভবনে অনুষ্ঠিত একনেক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী বৈঠকে অংশগ্রহণকারী মন্ত্রী ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন ব্যাহত হচ্ছে। কিন্তু তারপরও আমরা চেষ্টা করে যাচ্ছি ধারাবাহিকতা বজায় রেখে যতটুক সম্ভব উন্নয়নের গতিটা ধরে রাখার। সে কারণেই এ শত সমস্যার মাঝেও ব্যবস্থা করেছি।

তিনি বলেন, করোনার কারণে ইতোমধ্যে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্যসহ অনেককে হারিয়েছি। দেশবাসীর কাছে এটুকু বলব, আসুন সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন এ করোনাভাইরাস থেকে মুক্তি দেন। এটা শুধু বাংলাদেশ বলে না, বিশ্বব্যাপী সমস্যা। মানুষ যেন করোনা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেটাই আমরা চাই।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০