আজ মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:৪৮

সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগী, আক্রান্ত ৩ হাজার ছাড়িয়ে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ২১, ২০২০, ১২:৪২ অপরাহ্ণ
সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা রোগী, আক্রান্ত ৩ হাজার ছাড়িয়ে

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে আশঙ্কাজনক হারে বাড়ছে মহামারী করোনা রোগীর সংখ্যা। গত একদিনে নতুন করে ১৭৭ জনের শরীরে মরণব্যধি এই ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। এনিয়ে বিভাগটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে।

শনিবার বিভাগের ৪ জেলায় নতুন করে শনাক্ত হয়েছে ১৭৭ জনের। রবিবার সকাল ৮টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, বিভাগে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ৩ হাজার ১৬৩ জন। এরমধ্যে মারা গেছেন ৫৭ জন। এছাড়া করোনাকে জয় করে বাড়ি ফিরেছেন ৬৯৩ জন।

এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

গত ২৪ ঘন্টায় বিভাগের সিলেট জেলায় করোনা শনাক্ত হয় ৮০ জনের, হবিগঞ্জে করোনাভাইরাস শনাক্ত হয় মোট ৬৬ জনের, মৌলভীবাজারে ২৮ জনের ও সুনামগঞ্জে ৩ জনের।

এদিন ঢাকার ল্যাব ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ১৭৭ জনের করোনা শনাক্ত হয়।

বিভাগে আক্রান্ত ও মৃতের সংখ্যায় সবার উপরে রয়েছে সিলেট জেলা। জেলাটিতে এখন পর্যন্ত করোনায় শনাক্ত হয়েছে ১ হাজার ৭৬৮ জনের এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের। আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে হাওর অঞ্চল সুনামগঞ্জ। সেখানে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।

এছাড়া হবিগঞ্জে আক্রান্ত হয়েছেন ৩৪২ জন, মারা গেছেন ৪ জনের। আর মৌলভীবাজারে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ২৬৫ জনের। মৃত্যু হয়েছে ৪ জনের।

আরও পড়ুন:  করোনা: খাদিমপাড়ায় চালু হলো ৩টি হটলাইন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১