সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সিলেটের একজন এবং সুনামগঞ্জের তিনজনের করোনা সনাক্ত হয়েছে।
আজ ২০ জুন, শনিবার বিষয়টি নিশ্চিত করে শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক বলেন, আজ শনিবার মাত্র ২৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তন্মধ্যে ৪ জন করোনাক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন।
আক্রান্তদের ৩ জন সুনামগঞ্জের, একজন সিলেটের।
জিইবি বিভাগেই করোনা শনাক্তকরণ পরীক্ষার ল্যাব চালু করা হয়েছে। এ ল্যাবে প্রতিদিন ১৮৮টি নমুনা পরীক্ষার সুযোগ আছে।
জানা গেছে, আজ শাবির ল্যাবে সুনামগঞ্জের ২১টি ও সিলেটের ২টি নমুনা গ্রহণ করা হয়। আগের জমাকৃত দুটি নমুনাসহ ২৫টি নমুনা পরীক্ষা করে ৪ জনের মধ্যে করোনা পাওয়া যায়।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৯৮৯ জনে।
তন্মধ্যে সিলেট জেলার ১৬৯৫ জন, সুনামগঞ্জে ৭৯৬ জন, মৌলভীবাজারে ২২৯ জন ও হবিগঞ্জের ২৬৫ জন রয়েছেন।