
সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৪২৫ জনে।
নতুন করে আরও ৩ হাজার ২৪০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে দাঁড়িয়েছে।
শনিবার (২০ জুন) মহাখালী থেকে নিয়মিত অনলাইনে স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, নতুন করে ১ হাজার ৪৮ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত মোট ৪৩ হাজার ৯৯৩ জন সুস্থ হয়েছে। ১৩ হাজার ৭৭৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৩১ জনের। এ পর্যন্ত মোট পরীক্ষা করা হয়েছে ৫ লাখ ৯৬ হাজার ৫৭৯ জনের নমুনা। এছাড়া, ৬২৮ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে। বর্তমানে আইসোলেশনে আছে ১৯ হাজার ১৮৩ জন।