আজ রবিবার, ২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, দুপুর ১:০৪

‘করোনায়’ মৌলভীবাজারে দুইজনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৯, ২০২০, ১২:০২ অপরাহ্ণ
‘করোনায়’ মৌলভীবাজারে দুইজনের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক:: মহামারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মৌলভীবাজার জেলা হাসপাতালে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল গ্রামে তারা মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন  কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মাহবুবুল আলম।

এলাকাবাসি জানান, আজ শুক্রবার ভোরে আলতা মিয়া(৬০) ও গতকাল রাতে চিকিৎসাধীন অবস্থায় ওয়াহিদ মিয়া(৬২) মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করে আদমপুর ইউনিয়নের ইউপি সদস্য মনিন্দ্র সিংহ জানান, তারা দুই জনই জ্বর সর্দি কাশি, শ্বাসকষ্ঠসহ নানা সমস্যায় ভুগছিলেন। গতকাল বৃহস্পতিবার ওয়াহিদ মিয়া অসুস্থ্য হলে তাকে নিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মৃত্যু বরন করেন। অপরদিকে আলতা মিয়া বাড়িতেই মারা যান। গুরুতর অসুস্থ্য হয়ে পড়েছেন একউ গ্রামের রমিজ আলী(৭৪)।
এনিয়ে জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন ২৬ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ জন, মোট আক্রান্ত হয়েছেন ২২৯ জন এবং আরোগ্য লাভ করেছেন ৮৫ জন।
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মাহবুবুল আলম জানান, তিনি খবর পেয়েছেন, স্বাস্থ্য বিভাগের লোকজন ঘটনাস্থলে যাচ্ছে, উপসর্গ থাকলে নমুনা সংগ্রহ করা হবে।

আরও পড়ুন:  করোনায় আক্রান্ত আরও ৩৫০৪, ২৪ ঘন্টায় ৩৪ মৃত্যু

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০