নিজস্ব প্রতিবেদক:: সিলেট মহানগরীর ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুরাদ আহমদ মুরন ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
আজ ১৮ জুন, বুধবার বেলা আড়াইটায় নগরীর কাজলশাহস্থ নিজ বসভবনে তিনি ইন্তেকাল করেন।
বিষয়টি সিলেটের বার্তাকে নিশ্চিত করেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
এদিকে মুরাদ আহমদ মুরনের ইন্তেকালে গভীর শােক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।