আজ সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৫৯

সিলেটের ‘হেরোইন কবির’ এখন পুলিশের খাঁচায়

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৮, ২০২০, ১২:১৬ অপরাহ্ণ
সিলেটের ‘হেরোইন কবির’ এখন পুলিশের খাঁচায়

সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের ‘হেরোইন কবির’ খ্যাত কবির মিয়া উরফে ডাকাত কবির উরফে হিরোইন কবির এখন পুলিশের খাঁচায়।

নগরীর টিলাগড় এলাকার বটেরতল থেকে তাকে গ্রেফতার করেছে শাহপরাণ থানা পুলিশ।

গ্রেফতারকৃত কবির মিয়া টিলাগড় কল্যাণপুর এলাকার মৃত শেখ ইলু মিয়ার ছেলে।

বুধবার ভোরে টিলাগড়ের বটেরতল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। কবির জালালাবাদ থানায় দায়েরকৃত একটি ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত আসামী বলে জানায় পুলিশ।

বুধবার সন্ধ্যায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার নাম কবির মিয়া ওরফে ডাকাত কবির ওরফে হেরোইন কবির হিসেবে উল্লেখ করা হয়।

পুলিশ জানায়, কবিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাকে আদালতের নির্দেশক্রমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন:  ২ নভেম্বর স্থগিত হওয়া ওসমানীনগর ও জগন্নাথপুর উপজেলা নির্বাচন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০