আজ শুক্রবার, ২০শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে জিলহজ, ১৪৪৬ হিজরি, সন্ধ্যা ৭:১০

শাবির ল্যাবে ১৮ জনের করোনা সনাক্ত

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৭, ২০২০, ১০:০৯ অপরাহ্ণ
শাবির ল্যাবে ১৮ জনের করোনা সনাক্ত

শিক্ষাঙ্গন বার্তা:: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের (শাবি) করোনা পরীক্ষাগারে (বিশেষায়িত আরটি-পিসিআর ল্যাবে) নতুন করে আরও ১৮ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে।

আজ ১৭ জুন, বুধবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, বুধবার শাবির আরটি-পিসিআর ল্যাবে ১৭৯টি নমুনা গ্রহণ করা হয়। নমুনাগুলো পরীক্ষা করে ১৮ জনকে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত করা হয়েছে।

আক্রান্তরা সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রসঙ্গত, সুনামগঞ্জ জেলায় করোনা আক্রান্তদের মোট সংখ্যা ইতোমধ্যে সাতশো’ ছাড়িয়েছে। গত এক সপ্তাহে খুব দ্রুত করোনা ভাইরাসের সংক্রমন ছড়িয়েছে এই জেলায়। ইতোমধ্যে এই জেলার অধিকাংশ এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০