আজ মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই রজব, ১৪৪৬ হিজরি, সকাল ৮:৩৩

ফের করোনা পজেটিভ কামরান সহধর্মিনীর

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৭, ২০২০, ১২:৫৯ অপরাহ্ণ
ফের করোনা পজেটিভ কামরান সহধর্মিনীর

সিলেটের বার্তা ডেস্ক:: ফের করোনা পজেটিভ সনাক্ত হয়েছে সদ্য প্রয়াত সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সহধর্মিনী আসমা কামরানের।

মঙ্গলবার (১৬ জুন) রাতে সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি আসমা কামরানের আবারও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার দ্বিতীয় দফায় করা নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। কলেজের ল্যাব সূত্র এ তথ্য জানায়।

এর আগে গত ২৭ মে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আসমা কামরানের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ৫ জুন তার স্বামী সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে আসমা কামরান কিছুটা সুস্থ থাকলেও তার স্বামী বদরউদ্দিন কামরান ১০ দিন করোনার সঙ্গে লড়াই করে সোমবার রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বর্তমানে মহিলা আওয়ামী লীগের নেত্রী আসমা কামরান নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তার শরীরে এখনও করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ রয়েছে।

এদিকে, মঙ্গলবার সিলেট জেলায় নতুন করে আরও ৪০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন মোট ১ হাজার ৫৩৪ জন। একই দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে সুনামগঞ্জের ৫৮ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

পুরো বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল মোট ২ হাজার ৭১০ জন। সিলেটের পরই দ্বিতীয় সর্বোচ্চ সুনামগঞ্জ জেলায় ৭০০ জন, তৃতীয় সর্বোচ্চ হবিগঞ্জে ২৬১ জন। বিভাগে সবচেয়ে কম মৌলভীবাজার জেলায় ২১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, ওসমানীতে আজ ১৮৮টি নমুনা পরীক্ষা করে ৪৩ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৪৩ জনের শরীরে করোনা ধরা পড়েছে। এর মধ্যে তিনজনের ফলোআপ ফলাফল (এরা আগে আক্রান্ত হয়েছিলেন, পুনরায় টেস্টেও পজিটিভ) এসেছে। বাকি ৪০ জন নতুন শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন:  নগরীতে চাঁদাবাজি মামলার পলাতক আসামী গ্রেফতার

ওসমানীর ল্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার আক্রান্তদের মধ্যে সিলেট সিটি ও সদর উপজেলার ২৭ জন ও বাকি ১২ জন বিশ্বনাথ উপজেলার বাসিন্দা।

এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৪ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪২ জন, সুনামগঞ্জে চারজন, হবিগঞ্জে চারজন এবং মৌলভীবাজারে চারজন।

এ পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ৫৫৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৯৬ জন, সুনামগঞ্জে ১৩১, হবিগঞ্জে ১৫৭ জন এবং মৌলভীবাজার ৭৫ জন। বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তি আছেন মোট ২৯৫ জন। এর মধ্যে সিলেটে ১৫৪, সুনামগঞ্জে ১০৯, হবিগঞ্জে ২৬ ও মৌলভীবাজারে ছয়জন।

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১