সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটে মহামারী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৌলভীবাজারের এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ ১৫ জুন, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাীন অবস্থায় তিনি মারা যান।
মারা যাওয়া ব্যক্তি পুরুষ। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ায়।
বিষয়টি নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের দায়িত্বরত কর্মকর্তা ডা. জন্মেজয় দত্ত জানান, ওই ব্যক্তি গত রাতে হাসপাতালে এসে ভর্তি হয়েছিলেন। তাকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ তিনি মারা গেছেন।
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। এ নমুনা ওসমানীর ল্যাবে পরীক্ষা করা হবে বলে জানা গেছে।