সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন করিম উল্লাহ মার্কেট ব্যাবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় করিম উল্লাহ মার্কেট ব্যাবসায়ী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ বলেন, বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন নিরহংকারী একজন জনপ্রতিনিধি। তিনি ছিলেন ব্যবসায়ীবান্ধব এক হাস্যজ্বল চেহারার অভিভাবক। একাধিক বারের নির্বাচিত জনন্দিত জনপ্রতিনিধি ও বিজ্ঞ রাজনীতিবীদ ছিলেন।
তারা মরহুমের কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর অকাল মৃত্যুতে সিলেটসহ দেশ একজন খাটি রাজনৈতিক নেতাকে হারালো।তিনি মহান আল্লাহর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবার পরিজন সহ সকলের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোক জ্ঞাপনকারীরা হলেন-করিম উল্লাহ মার্কেটের সত্ত্বাধিকারী ছানা উল্লাহ ফাহিম, কুদরত উল্লাহ ফায়ের, আতা উল্লাহ সাকের ও করিম উল্লাহ মার্কেট ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুল অদুদ পাবেল, সিনিয়র সহ-সভাপতি মারুফ আহমদ চৌধুরী, সহ-সভাপতি জাকারিয়া আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চৌধুরী মিশু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসান আহমদ জাহেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আফজল হোসেন, অর্থ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন খান, প্রচার সম্পাদক মোঃ মুরাদুজ্জামান চৌধুরী, সহ-প্রচার সম্পাদক মোঃ আব্দুস সালাম, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল বাছিত, সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ ইয়াহইয়া, সমাজ কল্যাণ সম্পাদক আহমদ মাসুদ হায়দার জালালাবাদী, ক্রীড়া সম্পাদক মোঃ তালহা খাঁন, সাহিত্য ও প্রকাশনা প্রকাশনা সম্পাদক জায়েদ আহমদ, বন্দোবস্ত সদস্য মোঃ জামাল মিয়া, হাজী সৈয়দ তালিব উদ্দিন, সদস্য মকসুদুর রহমান চৌধুরী, আবুল হারিছ, আলমগীর হোসেন কালা মিয়া।
এদিকে মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের রুহের মাগফিরাত কামনায় সোমবার বাদ যোহর করিম উল্লাহ মার্কেট মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।