সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় শোকাহত মানুষের ঢল।-ছবি: সংগৃহীত
সিলেটের বার্তা ডেস্ক:: বদর উদ্দিন আহমদ কামরানকে শেষবারের মতো দেখতে ছড়ারপারে বাসায় ঢল নেমেছে শোকাহত মানুষের।
সোমবার (১৫ জুন) দুপুর ১২টা ১০মিনিটে তাঁর লাশবাহী অ্যাম্বুলেন্স সিলেটের প্রবেশদ্বার চন্ডিপুল অতিক্রম করে।
সেখানে আগে থেকেই উপস্থিতি ছিলেন সিলেট সিটি করপোরেশনের বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী। অ্যাম্বুলেন্স পৌঁছতেই তিনি লাশ গ্রহণ করে ছড়ারপারস্থ মরহুমের বাসায় নিয়ে আসেন।
বাসায় লাশ পৌঁছার পর পরই ঢল নামে শোকাহত রাজনৈতিক সহযোদ্ধাসহ সর্বস্তরের মানুষের।
এর আগে সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সিলেটের উদ্দেশে রওনা দেয় অ্যাম্বুলেন্সটি।
স্বাস্থ্যবিধি মেনে তার জানাজা কখন হবে এখনও নির্দিষ্ট হয়। তবে তার বাবা-মায়ের কবরের পাশে মানিকপুরে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।
রোববার (১৪ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বদর উদ্দিন আহমদ কামরান। এর আগে গত ০৫ জুন সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে কামরানের শরীরে করোনা ভাইরাসের শনাক্ত হয়