
নিজস্ব প্রতিবেদক:: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া এন্ড কমিউনিটি সার্ভিস ) মো. জেদান আল মুসা।
রোববার (১৪ জুন) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার শরীরের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় তার করোনা পজেটিভ আসে।
জেদান আল মুসা নিজে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত শুক্রবার আমি পরীক্ষার জন্য নমুনা দেই। রোববার আমার রিপোর্ট পজিটিভ এসেছে। আগে শরীরে করোনার কিছু উপসর্গ থাকলেও এখন ভালো আছি।