আজ শুক্রবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই শাবান, ১৪৪৬ হিজরি, দুপুর ২:০৭

বালাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক লিটন দাসের মৃত্যু

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৪, ২০২০, ০৫:৪১ অপরাহ্ণ
বালাগঞ্জে করোনা উপসর্গ নিয়ে সাংবাদিক লিটন দাসের মৃত্যু

এম এ কাদির, বালাগঞ্জ প্রতিনিধিঃ মহামারী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সিলেটের বালাগঞ্জে লিটন দাস লিকন নামের এক সাংবাদিক মারা গেছেন।

আজ ১৪ জুন, রবিবার দুপুরে সিলেট ড. শহীদ শামসুদ্দিন হাসপাতালে নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

লিটন দাস লিকন উপজেলা সদর ইউনিয়নের চানপুর গ্রামের মৃত নিতাই দাসের ছেলে।

তিনি বলাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য ছিলেন। সাংবাদিকতার পাশপাশি ছড়াও লিখতেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বালাগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম।

কিছু দিন যাবৎ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে অসুস্থতায় ভুগছিলেন শনিবার বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের সংক্রমণ আছে কি না টেস্টের জন্য নমুনা দেন রবিবার সকাল ১১ টায় বেশি অসুস্থতা বোধ করায় পরিবারের লোকজন সিলেট শামসুদ্দিন হাসপাতালে ভর্তির জন্য নিয়ে যাওয়ার পথে পরলোকগমন করেন।লিটন দাস লিকনের মৃত্যু

এ দিকে বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য লিটন দাস লিকনের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সহ সভাপতি হুসাইন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান জিলু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কাদির, আবুল হোসেন ইমন, কোষাধ্যক্ষ শাহ এস এম হেলাল, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ শিপন খান, আবুল কাশেম অফিক, এ এস রায়হান ও তারেক আহমদ প্রমুখ।

আরও পড়ুন:  লকডাউনে বেপরোয়া ট্রাক, কেড়ে নিল কিশোরের প্রাণ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭