আজ শুক্রবার, ১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই জিলহজ, ১৪৪৬ হিজরি, বিকাল ৪:৪৩

মাধবপুরে কিস্তি আদায় না করতে প্রশাসনের নির্দেশ

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৪, ২০২০, ১২:২৮ অপরাহ্ণ
মাধবপুরে কিস্তি আদায় না করতে প্রশাসনের নির্দেশ

লিটন পাঠান মাধবপুর প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুরে কিস্তি আদায় না করতে নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

মহামারী করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষের আয় ও কাজের পরিধি কমে যাওয়ায় মাধবপুর উপজেলার সকল এনজিও/সমবায় সমিতির ঋণের কিস্তির টাকা আদায় সাময়িকভাবে স্থগিত রাখতে অনুরোধ করেছেন মাধবপুর উপজেলা প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান জানান, আগামী জুন, ২০২০ পর্যন্ত টাকা আদায়ের নির্দেশনা না মেনে টাকা আদায় করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।জোর করে বা চাপ প্রয়োগ করে কোন এনজিও কিস্তি আদায় করতে চাইলে স্থানীয় জন প্রতিনিধির মাধ্যমে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য তিনি আহবান জানান।

শনিবার রাতে মাধবপুর উপজেলা প্রশাসনের আইডি থেকে এই নির্দেশনা প্রদান করা হয়। এতে উল্লেখ করা হয় ঋণগ্রহীতাগণ কোন এনজিও জুন পর্যন্ত জোর পূর্বক টাকা আদায়/দাবী করলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে জানানোর জন্য অনুরোধ করা হয়।

আরও পড়ুন:  জকিগঞ্জ সীমান্তে ইয়াবার চালান আটক, পুলিশকে নজরদারি বাড়ানোর তাগিদ এসপির

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০