
সিলেটের বার্তা ডেস্ক:: চলে গেলেন সিলেট নগরীর কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা মুফতি জমির উদ্দিন। (ইন্না লিল্লাহি….রাজিউন)।
গতকাল ১৩ জুন, শনিবার রাত সাড়ে ১১টার দিকে তিনি নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
মাওলানা জমির উদ্দিন দীর্ঘ ৩৯ বছর থেকে কুদরতউল্লা জামে মসজিদে ইমামতি করছেন। তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়নের দক্ষিণ করিমপুর গ্রামে। মরহুমের নামাজে জানাজা আজ রোবার দুপুর ২ টায় কুদরতউল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হবে।