সিলেটের বার্তা ডেস্ক:: সিলেটের গোলাপগঞ্জে মাস্ক না পরায় ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ ১৩ জুন, শনিবার বিকেল ৩টায় উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শবনম শারমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকালে সিলেট -জকিগঞ্জ সড়কে পাঁচমাইল এলাকায় মাস্ক না পড়ায় ও সামাজিক দূরত্ব বজায় না রেখে চলায় ১৮ জনকে মোট ৩ হাজার ২৯০ টাকা জরিমানা করা হয়।
এ তথ্য নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) শবনম শারমিন বলেন, স্বাস্থ্য বিধি অনুসরণ না করে চলায় ১৮ জনের কাছ থেকে মোট ৩ হাজার ২৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। করোনা ভাইরাস সংক্রমন রোধে ও জনসচেতনতায় এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।