সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

লালদিঘীরপাড়ে ছাদ থেকে লাফিয়ে জুয়েলার্স কর্মচারীর আত্মহনন

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১৩, ২০২০, ০৮:৩১ অপরাহ্ণ
লালদিঘীরপাড়ে ছাদ থেকে লাফিয়ে জুয়েলার্স কর্মচারীর আত্মহনন

প্রতীকী ছবি


নিজস্ব প্রতিবেদক:: সিলেট নগরীর লালদিঘীরপাড়ে ছাদ থেকে লাফি দিয়ে মাহবুব আলম (২২) নামের এক জুয়েলার্স কর্মচারীর আত্মহননের খবর পাওয়া গেছে।

আজ ১৩ জুন, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনাটি ঘটে।

নিহত মাহবুব আলম (২২) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার বাসিন্দা এবং লালদিঘীরপাড়ে একটি স্বর্ণের দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুব আলম একটি ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। তাকে দ্রুত উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিঞা বলেন, ‘মাহবুব আলম আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। কারণ, অন্য কোনো ক্লু মিলছে না।’

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেখানে ময়নাতদন্ত হবে।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১