
নিজস্ব প্রতিবেদক:: সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ের পাথর ব্যবসায়ী নিহতের ঘটনায় মোগলবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।
আজ ১৩ জুন, শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের মোগলাবাজার থানায় নিহত পাথর ব্যবসায়ী আবুল কালামের স্ত্রী মোছা. সালেহা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে মামলা (নং-০৮) দায়ের করেছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন।
আরও পড়ুন–শিববাড়ি থেকে অজ্ঞাত মৃতদেহ উদ্ধার, পরিচয় চায় মোগলাবাজার পুলিশ
আরও পড়ুন–পাওনা টাকার জন্য এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন জাফলংয়ের পাথর ব্যবসায়ী
প্রসঙ্গত, গত ১১ জুন, বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের (শিববাড়ী বাজারের সন্নিকট) ষাটঘর নামক এলাকার রাস্তার পাশ থেকে অজ্ঞাত অনুমান ৪০ বৎসর বয়সের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
পরে ১২ জুন, শুক্রবার নিহতের ছবিসহ সংবাদ সিলেটের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে পরিবার তাকে সনাক্ত করেন। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে মোগলাবাজার থানা পুলিশ।