সংবাদ বিজ্ঞপ্তি:: সিলেটের ড. শহীদ শামসুদ্দিন হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতালে রান্না করা খাবার দিয়েছে রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট।
এইচ এস বিসি ব্যাংকের সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিট যুব রেড ক্রিসেন্টের মাধ্যমে সিলেটের শহীদ শামসুদ্দিন হাসপাতাল ও বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনা আক্রান্ত রুগী,ডাক্তার,নার্স ও স্টাফদের ৩শ’ প্যাকেট রান্না করা খাবার পানি সহ বিতরণ করা হয়।
বিভাগীয় পুলিশ হাসপাতালে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মুতাজ্জুল ইসলাম।
বিতরণ করেন কভিড-১৯ রেসপন্স টিমের সমন্বয়ক ও সাবেক যুব প্রধান মো নাজিম খাঁন,সিলেট যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান শাহানুর চৌধুরী সাথী, যুব কার্যকরী সদস্য রিনা বেগম, বদরুল আজাদ শুভ চৌধুরী লাবিব ইয়াসির, সুমি বেগম। শামসুদ্দিন হাসপাতালে উপস্থিত ছিলেন ওয়ার্ড মাস্টার নজরুল ইসলাম।