সিলেট ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ১০ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মৌলভীবাজারে ‘ধর্ষণ’ করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় তরুণীকে

সিলেটের বার্তা ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২০, ০৯:০৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে ‘ধর্ষণ’ করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় তরুণীকে

সিলেটের বার্তা ডেস্ক:: মৌলভীবাজারে গাছে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত এই তরুণীর শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

জেলার রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের চান্দভাগ গ্রাম থেকে এই লাশটি উদ্ধার করে পুলিশ।
এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা এ রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে রাজনগর থানা পুলিশ মেয়েটির লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশ জানায়, উপজেলার উত্তরভাগ ইউনিয়নের জঙ্গলাকীর্ণ টিলাভূমির একটি ছোট গাছে আনুমানিক ২০ বছরের অজ্ঞাত এই তরুনীর লাশ ঝুলছিল। স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আবুল হাসিম ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতাহাল করেন। পুলিশের ধারণা, অজ্ঞাত মেয়েটি গতকাল (বৃহস্পতিবার) রাতে সেখানে কারো সাথে অবস্থান করছিল। তাকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলে কেক পিছসহ অন্যান্য জিনিষপত্র পাওয়া গিয়েছে।
ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশের পিবিআই টিম।


শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০