
সিলেটের বার্তা ডেস্ক:: প্রাণঘাতী করোনাভাইরাসে সিলেটে শুক্রবার (১২ জুন) আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এনিয়ে বিভাগটিতে মৃত্যুর সংখ্যা ৪৪-জনে দাঁড়িয়েছে।
মারা যাওয়াদের মধ্যে ৩৩ জনই সিলেট জেলার বাসিন্দা।
শুক্রবার (১২ জুন) ভোর রাতের বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক আনিসুর রহমান।
তিনি বলেন, মারা যাওয়াদের মধ্যে সবাই পুরুষ। এরমধ্যে ৬২ বছর বয়সের করোনা আক্রান্ত এক রোগী শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গোলাপগঞ্জ উপজেলায় ৬১ বছর বয়সের একজন মারা যান। এছাড়া সুনামগঞ্জ জেলায় আরেকজনের মৃত্যু হয়েছে।
সিলেটের সিভিল সার্জন প্রেমানন্দ মণ্ডল জেলায় করোনা আক্রান্ত দু’জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার কাছে কেবল সংখ্যা আছে, নাম নেই।
স্বাস্থ্য অধিদপ্তরে সিলেটের তথ্যমতে, নতুন তিনজনসহ বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৪ জন। এরমধ্যে ৩৩ জনই সিলেট জেলার, চারজন সুনামগঞ্জের, হবিগঞ্জের তিনজন ও মৌলভীবাজারের চারজন।