সিলেটের বার্তা ডেস্ক:: সিলেট নগরীর কাস্টঘর থেকে মাদক মামলার এক পলাতক আসামীকে আটক করেছে র্যাব-৯।
আটককৃত সোহাগ লাল (৪২) কাস্টঘরের (সুইপার কলোনী) মৃত বওনা লালের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-৯’র কোম্পানী কমান্ডার সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে এএসপি কামরুজ্জামানসহ একটি আভিযানিক দল কাস্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র্যাব-৯’র এএসপি (মিডিয়া অফিসার) ওবাইন।